আনোয়ারায় সিএনজির ধাক্কায় নির্মাণ শ্রমিক নিহত

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:২৯ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলায় রাস্তা পার হওয়ার সময় সিএনজির ধাক্কায় মো. আনোয়ার চৌধুরী (৫৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার সদরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার চৌধুরী উপজেলার হাইলধর ইউনিয়নের ১নং ওয়ার্ড খাসখামা গ্রামের মোজাহের চৌধুরীর ছেলে। স্থানীয় যুবক জনি চৌধুরী জানান, তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। দেশে ফিরে তিনি রাজমিস্ত্রীর কাজ করতেন। সকালেও তিনি নির্মাণাধীন একটি ভবনে এ কাজ করতে গিয়েছিলেন। রাস্তা পারাপারের সময় সিএনজির ধাক্কায় নিহত হন তিনি।

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মায়মুনা বলেন, সকাল ৮ টায় তাকে হাসপাতালে আনা হয়েছে।তবে তার আগেই তিনি মারা গেছেন। থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. এম ইমদাদুল হকের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধতওবা করার পর পেলেন জামিন