আনোয়ারায় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমেটেডের (সিইউএফএল) বিষাক্ত বর্জ্য মারা যাওয়া গবাদিপশুর মালিকদের মাঝে ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের মাঝে ৯ লাখ টাকার ক্ষতিপূরণের চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন। ক্ষতিপূরণ প্রাপ্তরা হলেন নুর কাশেম, মোহাম্মদ ইব্রাহিম, সৈয়দ জামাল, আহমদ আলী খান ও মোহাম্মদ এরফান। এ সময় ডিএপিএফসিএল’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল হাকিম, কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ ও বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম.এ. কাইয়ুম ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
চেক বিতরণের বিষয়ে সিইউএফএল ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ক্ষতিগ্রস্তদের মাঝে ৯ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।