আনোয়ারায় সার কারখানায় আগুন, উৎপাদন বন্ধ ৩ ঘণ্টা

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ৩১ ডিসেম্বর, ২০২৪ at ৮:০২ পূর্বাহ্ণ

আনোয়ারায় রাঙ্গাদিয়ায় অবস্থিত রাষ্ট্রয়াত্ত প্রতিষ্ঠান চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিঃ (সিইউএফএল) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে কারখানার নিজস্ব ফায়ার সার্ভিস গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায় রাষ্ট্রয়াত্ত সার কারখানাটি।

গতকাল সোমবার দুপুর ১ টার দিকে কারখানার ইনসুলেশনের পাইপ লাইনে আগুনের এঘটনা ঘটে। এসময় আগুনের ঘটনায় কারখানার উৎপাদন তিন ঘন্টা বন্ধ ছিল বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করে সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, দুপুর ১ টার দিকে কারখানার ইনসুলেশনের পাইপ লাইনে আগুন ধরে গেলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুনের কারণে কারখানার উৎপাদন ৩ ঘন্টা বন্ধ থাকলেও পরে উৎপাদন কার্যক্রম শুরু হয়। তবে আগুনে বড় ধরনের কোন ক্ষতি হয়নি।

পূর্ববর্তী নিবন্ধজুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকার : প্রেস সচিব
পরবর্তী নিবন্ধসিরিয়াল প্রথা চালু হলেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না লাইটারেজ জাহাজ চলাচল