আনোয়ারায় সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৫

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:২০ পূর্বাহ্ণ

আনোয়ারায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার মধ্যরাতে নগরীর বাকলিয়া থানা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, হাইলধর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আনোয়ারা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন (৪৯), ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুয়েল দত্ত (৪৮), ফয়েজ আহম্মদ (৬৭), মো. আলমগীর (৪৫) ও নুরুল ইসলাম পেটান।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, নগরের বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দীন, চাতরি ইউনিয়নের পশ্চিম কন্যারা থেকে জুয়েলদত্তসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিএনপির মিছিলের হামলাসহ বিভিন্ন মামলা রয়েছে। গতকাল গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকারখানা বন্ধের প্রতিবাদে সিইপিজেডে বিক্ষোভ, ধাওয়া পাল্টা ধাওয়া
পরবর্তী নিবন্ধশাহবাগে চাকরি প্রত্যাশীদের ওপর পুলিশের লাঠিচার্জ