আনোয়ারায় সাপমারা খালে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

| মঙ্গলবার , ২৫ জুন, ২০২৪ at ১০:৩৯ পূর্বাহ্ণ

সাকোঁ নয় ব্রিজ চাই দাবিতে মানববন্ধন করেছে আনোয়ারার সেচ্ছাসেবী সংগঠন জুঁইফুল। গত ১৮ জুন সরেঙ্গা ও জুঁইদন্ডীবাসীর দীর্ঘদিনের দাবি সাপমারা খালের উপর ব্রিজ নির্মাণের দাবিতে জুঁইফুলের প্রতিষ্ঠাতা জিএম মামুনুর রশিদের সভাপতিত্বে ও প্রজেক্ট সমন্বয়ক মহি উদ্দিন সগিরের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন চবি শাখা জুঁইফুল প্রতিনিধি এমআর মামুন, এনাম উদ্দিন, নেজাম, বোরহান, মুহাম্মদ মাহফুজ মজু, বেলাল হোসেন, ফোরকান উদ্দিন ফরহাদ, মোস্তাফা কামাল, জিয়াউর রহমান, ইকবাল হোসেন, শাহাব উদ্দিন, মুহাম্মদ আলমগীর, মুহাম্মদ রিদুয়ান আজাদ, পারভেজ আল হোসাইন, এনামুল হক, মুহাম্মদ মানিক, হেলাল উদ্দিন, লেদু মিয়া, ইউনুস সওদাগর, মফিজুর রহমান খোকন, এমরানুল হক নোমান, মুফিজুর রহমান, মুহাম্মদ কায়ছার, তানজিল, ফরহাদ উদ্দিন, সাহেদ, হাফেজ আলমগীর, হাফেজ রাশেদ, হাফেজ সাকিব, রোহান, রাফি প্রমুখ।

এতে নেতৃবৃন্দ বলেন, সাপমারা খালের উপর ব্রিজের দাবি করুণা নয় বরং এটা আমাদের নাগরিক অধিকার। ব্রিজের অভাবে সরেঙ্গা ও জুঁইদন্ডীবাসীর যাতায়াত ব্যবস্থার অবনতি হয়েছে, স্বাস্থ্যসহ নানান প্রয়োজনে সংকট দেখা দিচ্ছে। তাই এখানকার মানুষের সার্বিক যোগাযোগ উন্নয়ন নিশ্চিত করতে সাপমারা খালের উপর দ্রুত সেতু নির্মাণ করার দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘চিরন্তন চট্টগ্রাম’ হোক সামগ্রিক চট্টগ্রামের আয়না
পরবর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়ির ঘুমধুমে জঙ্গলে অজ্ঞাত ব্যক্তির লাশ