আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের সাঙ্গু নদীর মোহনা থেকে সাগরে ডাকাতির প্রস্ততিকালে ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড সাঙ্গু স্টেশন।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃতরা হল, উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ গহিরা গ্রামের জেবল হোসেনের ছেলে মোঃ সাগর (২৬), একই এলাকার মো. সৈয়দের ছেলে তানভীর রহমান জিসান (২৩), মৃত ইয়ার মাহমুদের ছেলে মো. হোসেন (২৮), মো. ইসহাকের ছেলে মো. রাকিব (২০), আবদুল মান্নানের ছেলে মো. সাঈদ (২১) ও ইয়ার মাহমুদের ছেলে মোঃ শাহাদাত হোসেন (৩২)। তাদের বিরুদ্ধে আনোয়ারা থানায় একটি ডাকাতি মামলা করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরে দুইটি বোট নিয়ে ডাকাতির প্রস্ততিকালে বুধবার দুপুরে কোস্টগার্ড গোপন সংবাদের ভিত্তিতে সাঙ্গু নদীর মোহনায় অভিযান চালিয়ে ৬ ডাকাতকে গ্রেপ্তার করে।
এ সময় তাদের কাছ থেকে ১টি ইঞ্জিনচালিত বোট, দেশিয় অস্ত্র, ৪টি ছুরি, ১টি কুড়াল, ৩টি লোহার হাতুরীসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় কোস্ট গার্ডের অবস্থান টের পেয়ে অপর একটি বোট পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন জানান, কোস্টগার্ড সাঙ্গু স্টেশন বৃহস্পতিবার দুপুরে ডাকাতির সরঞ্জামসহ ৬ ডাকাতকে থানায় হস্তান্তর করে।
কোস্টগার্ডের পেটি অফিসার অনিমেশ রায় বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ আরো ১৫/১৬ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।