আনোয়ারায় সন্ত্রাস ও চাঁদাবাজিতে লিপ্তদের দল থেকে বহিষ্কারের দাবি

| শুক্রবার , ২৫ এপ্রিল, ২০২৫ at ৫:৪৪ পূর্বাহ্ণ

আনোয়ারায় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও নানা অপকর্মে জড়িতদের গ্রেফতার ও বিএনপি থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। গত বুধবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আনোয়ারা উপজেলা বিএনপি পরিবারের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে আনোয়ারা উপজেলার বিভিন্ন স্তরের সহস্রাধিক নেতাকর্মী, তাদের পরিবার ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মো. হাছান চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক জাহিদুল করিম কচি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মনজুর উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি মোজাম্মেল হক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির চৌধুরী আনছার, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য আবদুল গফুর, মোহাম্মদ আলমগীর, আনোয়ারা উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ হারেচ, সদস্য সচিব মোহাম্মদ ফারুক, অ্যাডভোকেট অহিদুল ইসলাম, জসিম উদ্দিন ও আবু তাহের প্রমুখ। মানববন্ধনে আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মো. হাছান চৌধুরীসহ বক্তারা অভিযোগ করে বলেন, লায়ন হেলাল উদ্দীন জেলা বিএনপির সদস্য সচিবের পদপদবির অপব্যবহার করে আনোয়ারায় এক সন্ত্রাসীবাহিনী গড়ে তুলেছেন। ইতিমধ্যে এদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, বিএনপির নেতাকর্মীদের উপর হামলা, অপহরণ, অবৈধ অস্ত্র আইনে আনোয়ারা থানায় মামলা হয়েছে। আমরা এইসব নেতাকর্মীদের সব ধরনের অপকর্ম তদন্ত পূবর্ক দল থেকে বহিষ্কারসহ অতি দ্রুত গ্রেপ্তার দাবি করতেছি। মানববন্ধনে সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক জাহিদুল করিম কচি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা হচ্ছে, কোনো সন্ত্রাসী কার্যক্রমকে প্রশ্রয় দেওয়া যাবে না। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসত্যজিৎ : মানুষের কাছাকাছি এক মানুষ
পরবর্তী নিবন্ধহালদায় অভিযান অবৈধ কারেন্ট জাল ও বড়শি জব্দ