আনোয়ারা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. হেলাল (৪৩) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এসময় রিক্সায় থাকা রুপা আক্তার (২৩) নামের এক নারী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১লা মে) বিকেল ৪টার দিকে উপজেলার আনোয়ারা-চন্দনাইশ পিএবি সড়কের পীরখাইন রাস্তার মাথা এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত মো. হেলাল উপজেলার ১০নং হাইলধর ইউনিয়নের কুনিরবিল এলাকার মাহবুব আলমের ছেলে। ২বছর বয়সী এক পুত্র সন্তানের জনক সে।
ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শী মো. মিনহাজুল ইসলাম জানান, চন্দনাইশ থেকে দ্রুত গতির একটি কার গাড়ি পীরখাইন রাস্তার মাথা এলাকায় হেলালের অটোরিকশাটাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হেলালের মৃত্যু হয়। এসময় রিক্সায় থাকা এক নারী যাত্রীকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে এলে চিকিৎসক তাকে চমেক হাসপাতালে রেফার করে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. পূজা মিত্র বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ এখনো হাসপাতালে রয়েছে তবে আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।