আনোয়ারায় শোহাদায়ে কারবালা মাহফিল শুরু আজ থেকে

| শনিবার , ৫ জুলাই, ২০২৫ at ৬:১২ পূর্বাহ্ণ

আনোয়ারায় ওষখাইন আলী নগর দরবার শরীফে ওষখাইন শাহ আলী রজা (রাঃ) আলিম মাদ্রাসা ময়দানে ৯নং পরৈকোড়া আহলে সুন্নাত ওয়াল জমা’আতের ব্যবস্থাপনায় আজ ৫ জুলাই থেকে ৬ জুলাই ২ দিনব্যাপী পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিল শুরু হয়েছে।

২ দিন ব্যাপী পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিলে সভাপতিত্ব করবেন ওষখাইন আলী নগর দরবার শরীফের সাজ্জাদানশীন, আঞ্জুমানে পাক পঞ্জতন শাহ্‌ আলী রজা (রহঃ) ট্রাষ্টএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ রজা (মা.জি.)। মাহফিল পরিচালনা কমিটির চেয়ারম্যান শাহজাদা মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের চাঁদ মিয়া ৫ ও ৬ জুলাই ২ দিনব্যাপী পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএতিমদের মাঝে গাউসিয়া কমিটি জামাল খান ওয়ার্ডের পাঞ্জাবি বিতরণ
পরবর্তী নিবন্ধকর্ণফুলীর মইজ্জ্যারটেক সড়ক ঘেঁষে ময়লার স্তূপ দুর্গন্ধে চলা দায় মো. মহিউদ্দিন, কর্ণফুলী