আনোয়ারায় শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে পরিণত করা হবে

চন্দনাইশ উপজেলা আ. লীগের বর্ধিত সভায় বক্তারা

| বৃহস্পতিবার , ১২ অক্টোবর, ২০২৩ at ১০:৩৩ পূর্বাহ্ণ

আগামী ২৮ অক্টোবর আনোয়ারা কেইপিজেড মাঠে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে গত মঙ্গলবার চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা দোহাজারীস্থ একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রামের জনসভা সফল করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে। শেখ হাসিনার আনোয়ারা কেইপিজেড মাঠের জনসভা জনসমুদ্রে পরিনত করা হবে। জনসভাকে স্মরণকালের শ্রেষ্ঠ গনজমায়েতে পরিণত করা হবে। নেতৃবৃন্দ শেখ হাসিনার স্মরণকালের বৃহত্তর জনসভা সর্বাত্মক সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান। উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন হাবিবুর রহমান, জয়নাল আবেদীন জুনু, মাহবুবর রহমান শিবলী, খালেদা আক্তার চৌধুরী, মোজাম্মেল হক, আবদুল কাইয়ূম চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউএসটিসিতে ‘আইটি খাতে চাকরির ভবিষ্যৎ’ বিষয়ে সেমিনার
পরবর্তী নিবন্ধপাটজাত মোড়ক ব্যবহার না করায় ২ অটো রাইস মিলকে জরিমানা