আনোয়ারায় শীর্ষ ডাকাত আব্দুর রহিম গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ৩১ ডিসেম্বর, ২০২৪ at ৮:১৪ পূর্বাহ্ণ

আনোয়ারায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শীর্ষ ডাকাত আব্দুর রহিম (৫৫) ও তার পুত্র মো. ইমরানকে (২৪) সেনাবাহিনী অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। গত রোববার দিবাগত রাত ২টায় উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ২টি বন্দুক, ৮ রাউন্ড কার্তুজ, চাপাতি, রামদাসহ ৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আবদুর রহিমের বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, নারী ও শিশু নির্যাতন, মাদকসহ ৭টি মামলা রয়েছে। জানা যায়, সেনাবাহিনী গত কয়েক মাস ধরে আব্দুর রহিমকে গ্রেপ্তারের চেষ্টার পর গত রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত সর্দার রহিমের বাড়ির পাশের পুকুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি বন্দুক, ৮ রাউন্ড দেশীয় গুলি ও চাপাতি, রামদাসহ ৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, সেনাবাহিনীর অভিযানে ডাকাত সর্দার আবদুর রহিম ও তার পুত্র মো. ইমরানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে শিক্ষার্থীকে মারধর,পরে সমঝোতা
পরবর্তী নিবন্ধসাপের ‘বন্ধু’ একজন শাওন