আনোয়ারায় ১৩ বছরের এক শিশুকে নিপীড়নের অভিযোগে শিশুটির পিতার দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে আব্দুল আলীম (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়। আব্দুল আলীম বৈরাগ ইউনিয়নের মৃত আফাজ উল্লাহর পুত্র।
ভুক্তভোগী শিশুর পিতা ও মামলার বাদী নুরুল আমীন বলেন, গত ১৪ অক্টোবর দুপুরে আমার ১৩ বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে উপজেলার বৈরাগ এলাকায় ব্যক্তিগত অফিসে নিয়ে জোরপূর্বক যৌন নিপীড়ন করে আব্দুল আলীম। পরে আমার শিশুপুত্র কান্নাকাটি শুরু করলে তাকে এ ঘটনা প্রকাশ না করতে ছুরি ও অস্ত্র দিয়ে হত্যার হুমকি দেয়। পরবর্তীতে আমি ঘটনাটি জানতে পেরে থানায় মামলা করি।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১৩ বছরের এক শিশুকে নিপীড়নের ঘটনায় অভিযুক্ত আব্দুল আলীমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।