আনোয়ারায় শিশুর মৃত্যু নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ১৮ জুন, ২০২৪ at ৫:২৪ অপরাহ্ণ

আনোয়ারার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা গ্রামে পুকুরে ডুবে আদিবা আকতার নামের দেড় বছরের এক শিশু পানিতে পড়ে মৃত্যু হয়েছে।

১৭ জুন (সোমবার) রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা গ্রামের নতুন পাড়ায় এ ঘটনা ঘটে। শিশুটি স্থানীয় আবদু জলিলের ছোট মেয়ে।

শিশুটির পরিবারের অভিযোগ আদিবাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার ও নার্সের অবহেলায় মারা যায় শিশুটি। এই ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়েছে।

জানা যায়, কোরবানির গরু জবাইয়ের পর শিশু আদিবা সবার অগোচরে পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর দায়িত্বরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তার ডাক্তার মামুনুর রশিদ বলেন, এ ব্যাপারে সিভিল সার্জন মহোদয়, নিহত শিশুর পরিবারসহ সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে শিশু কনসালটেন্ট ডাঃ রুবেলকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়েছে। আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে তারা তদন্ত রিপোর্ট প্রদান করবেন।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বিদ্যুতের দাবিতে অফিস ঘেরাও করে গ্রাহকদের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধবাঁশখালী ডিসি সড়কের কাজ বন্ধ, স্যালাইন হাতে পায়ে হেঁটে মুমূর্ষু রোগী