আনোয়ারায় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ জানুয়ারি, ২০২৫ at ১১:০১ পূর্বাহ্ণ

আনোয়ারায় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পূর্ব বরৈয়া টিএমসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন মহাজন পদত্যাগ করেছেন। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের কাছে এ পদত্যাগপত্র জমা দেন তিনি। এর আগে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে উপজেলা পরিষদে বিক্ষোভ মিছিল করেন পূর্ব বরৈয়া টিএমসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে বিদ্বেষপূর্ণ মন্তব্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনা হয়।

জানা যায়, এলাকার অভিভাবক ও শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে গত সপ্তাহে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন। গতকাল বুধবার উপজেলা পরিষদ কার্যালয়ে অভিযোগের শুনানিকালে আবারও শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন শুরু করে। এ সময় বিক্ষোভকারীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়লে সেনাবাহিনী ও পুলিশি এসে পরিস্থিতি শান্ত করে।

আনোয়ারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফেরদৌস হোসেন জানান, শিক্ষার্থীদের অভিযোগ তদন্তে পূর্ব বরৈয়া টিএমসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন মহাজনসহ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ও অভিভাবকদের উপজেলায় ডাকা হলে শিক্ষার্থীরা এসে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। পরবর্তীতে প্রধান শিক্ষক পদত্যাগের সিদ্ধান্ত নিলে পরিস্থিতি শান্ত হয়।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচকরিয়ায় কিশোরী ধর্ষণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা