আনোয়ারায় শাশুড়ি হত্যা মামলার একমাত্র আসামি হেলাল উদ্দিন মানিককে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। ১ মাসের বেশি সময় পালিয়ে থাকার পর গত সোমবার কক্সবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। জানা যায়, গত ৯ মার্চ ভোরে পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন গ্রামে আপন মেয়ের জামাই হেলাল উদ্দিন মানিকের লাঠির আঘাতে নিহত হন শাশুড়ি রশিদা খাতুন। এ ঘটনার পর থেকে মানিক পালিয়ে বেড়াচ্ছিল। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ছেলে রাকিব হাসান বাদী হয়ে থানায় মানিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।