আনোয়ারায় শর্ট সার্কিটের আগুনে পুড়ল ১৮ বসতঘর

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ২৪ জুন, ২০২৪ at ১০:২৯ পূর্বাহ্ণ

আনোয়ারায় অগ্নিকাণ্ডে ১৮টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় উপজেলার বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়া গ্রামের বদরুদ্দোজা মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৭০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছে।

স্থানীয়রা জানান, গতকাল সকাল ১০টার দিকে বদরুদ্দোজা মেম্বারের বাড়ির আবদুল কাদেরের বসতঘরের বৈদ্যুতিক মিটার থেকে আগুন লেগে দ্রুত আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে লোকজনের মাঝে আতঙ্ক শুরু হয়। স্থানীয়রা আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা করে। তার আগে একে একে ১৮টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন মো. মহিউদ্দীন মন্টু, আহমদ হাসান, মোহাম্মদ হোসেন, আলমাস খাতুন, মো. আনোয়ার, হুমায়ুন পারভেজ, মো. ইউনুচ মিস্ত্রী, মো. নুরুল আলম, মো. শাহ আলম, মোহাম্মদ ইদ্রিস, জেসমিন আক্তার, আবদুল মান্নান, আবদুস সবুর, আবদুর রহিম, আবদুল হাকিম, আবদুল গফুর, আবদুল কাদের, মোহাম্মদ শফিউল আলম।

আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশন লিডার মো. মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে আনোয়ারার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টারও বেশি চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করছিবৈদ্যুতিক মিটারে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান এখনো নির্ধারণ করা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধমহাসড়কে ওভার স্পিড, সীতাকুণ্ডে এক সপ্তাহে ২৩ মামলা
পরবর্তী নিবন্ধরাসেলস ভাইপার বিষয়ে বোয়ালখালী উপজেলা রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম