আনোয়ারায় লাইসেন্সবিহীন ইটভাটায় অভিযান, জরিমানা

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ জানুয়ারি, ২০২৫ at ১০:৫৯ পূর্বাহ্ণ

আনোয়ারায় লাইসেন্সবিহীন ইটভাটায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার উপজেলার বটতলীতে এমবিএম ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।

কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ জানায়, উপজেলার বটতলী ইউনিয়নে অবস্থিত এমবিএম ইটভাটাটি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জেলা প্রশাসনের লাইসেন্স ছাড়াই বেআইনিভাবে ইটভাটা পরিচালনা করে আসছে। গতকাল উপজেলার বটতলী ইউনিয়নের বাসিন্দা শামসুল আলমের মালিকানাধীন এমবিএম ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইটভাটায় লাইসেন্স না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে অভিযুক্তকে আগামী দুই মাসের মধ্যে জেলা প্রশাসক কর্তৃক লাইসেন্স গ্রহণ করার সময় বেঁধে দেওয়া হয়েছে।

এ সময় আনোয়ারা থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসাবেক এমপি শফিউল ইসলাম মহিউদ্দিন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার