আনোয়ারায় রফিক ফয়েজ ফাউন্ডেশনের শিক্ষাসামগ্রী পেল ৩ শতাধিক শিক্ষার্থী

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ১১ এপ্রিল, ২০২৫ at ১২:৩৮ অপরাহ্ণ

আনোয়ারায় বরুমচড়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থী পেল শিক্ষাসামগ্রী। গতকাল বৃহস্পতিবার রফিক ফয়েজ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষাসামগ্রী প্রদান করা হয়। বিতরণ উপলক্ষে বিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. শহিদুল্লাহর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোহাম্মদ পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা সহকারী শিক্ষা অফিসার সানাউল্লাহ কাউসার। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সহ সভাপতি এম নুরুল ইসলাম, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক আলী মুহাম্মদ এনাম চৌধুরী। বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন রহিমুন্নেছা, সানজিদা আকতার , নার্গিস সুলতানা, রাফফাত শার্লিন, নারগিস আক্তার, আব্দুল আজিম, অভিভাবক ও শিক্ষার্থীরা।

এবিষয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলী মুহাম্মদ এনাম চৌধুরী বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও সামাজিক ও মানবিক সংগঠন রফিক ফয়েজ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, খাতাসহ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীতেও বিদ্যালয়সহ এলাকার আত্মসামাজিক উন্নয়নে রফিক ফয়েজ ফাউন্ডেশনের সহযোগিতা অব্যহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধহাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা