আনোয়ারায় মৎস্য অফিসের অভিযানে ২ লক্ষ টাকার জাল জব্দ

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ১২ জানুয়ারি, ২০২৪ at ৪:০৮ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলা মৎস্য বিভাগের বিশেষ কম্বিং অপারেশন অভিযানে ২লক্ষ টাকা মূল্যের ৩টি বেহুন্দী জাল ও ২টি চিংড়ি পোনা ধরার জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত এসব জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

গতকাল বৃহস্পতিবার উপজেলার রায়পুর ইউনিয়নের সাঙ্গু নদের মোহনার কাছাকাছি বঙ্গোপসাগরে এই অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ২০ হাজার মিটার চরঘেরা জাল জব্দ
পরবর্তী নিবন্ধচুয়েটে ডিরেক্টরেট অফ রিসার্চ এন্ড এক্সটেনশনের সভা