আনোয়ারায় মুক্তিযোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী ও মুক্তিযোদ্ধা পরিবারের মিলন মেলা গতকাল বুধবার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ আনোয়ারা উপজেলা শাখার (ভারপ্রাপ্ত কমান্ডার) মো.আইয়ুব খাঁনের সভাপতিত্বে ও সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন। বক্তব্য রাখেন সাবেক কমান্ডার মো. হোসেন বাবু, সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার আবদুল মান্নান, সিরাজুল ইসলাম, এস.এম.নুরুল আমিন, মমতাজ উদ্দীন,নুরুল ইসলাম, আবদুল খালেক,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড মো.আবদুল হান্নান। প্রধান অতিথি বলেন, জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে উপজেলা পরিষদ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।