আনোয়ারায় মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ জুলাই, ২০২৪ at ১১:৪০ পূর্বাহ্ণ

আনোয়ারায় রবী উন নূর (১২) নামের এক মাদ্রাসা ছাত্র গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

গতকাল বুধবার ভোর ৬টায় উপজেলার বটতলী রুস্তমহাটস্থ নূরে মদিনা হোসাইনিয়া হেফজখানা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আনোয়ারা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

জানা যায়, রবী উন নূর মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র এবং উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের মাওলানা বাবুল হক আজাদের পুত্র। তার বড় ভাই মো. আবদুল হামিদ বলেন, সকালে আমরা ঘটনার বিষয়ে জানতে পেরে মাদ্রাসায় গিয়ে ছোট ভাইয়ের মৃতদেহ দেখতে পাই। কি কারণে সে আত্মহত্যা করতে পারে সে বিষয়ে আমরাও বলতে পারছি না।

পারিবারিক সূত্রে জানা যায়, শিক্ষার্থী রবী উন নূর অন্যত্র হেফজ শেষ করলেও পরিপূর্ণ হাফেজ হওয়ার জন্য ৬ মাস আগে তাকে পরিবারের পক্ষ থেকে বটতলীস্থ নূরে মদিনা হোসাইনিয়া হেফজখানা মাদ্রাসায় ভর্তি করানো হয়। কিন্তু গতকাল বুধবার সকাল ৬টার দিকে মাদ্রাসার স্টোর রুমে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় মাদ্রাসার ছাত্ররা। পরে শিক্ষকদের জানানোর পর পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। তিনি আরো জানান, আত্মহত্যার ঘটনাটি আমরা সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হই। তবে এর কারণ কি তা এখনো নিশ্চিত হতে পারিনি।

পূর্ববর্তী নিবন্ধবিশৃঙ্খল ম্যাচে পাল্টে গেল ফল, আর্জেন্টিনাকে হারাল মরক্কো
পরবর্তী নিবন্ধড্রাইভিং সিটের পলিথিনে ছিল ৫০ লিটার চোলাই মদ