আনোয়ারায় মাদ্রাসায় দুর্বৃত্তের আগুন

আনোয়ারা প্রতিনিধি

| বৃহস্পতিবার , ২৭ জুন, ২০২৪ at ৬:০৪ পূর্বাহ্ণ

আনোয়ারায় ‘পূর্ব শত্রুতার জেরে’ জামেয়া ত্বয়্যিবিয়াহ দারুস সালাম সুন্নিয়া কমপ্লেক্স নামে একটি নূরানী মাদ্রাসায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে মাদ্রাসায় রক্ষিত শিক্ষার্থীদের বইপুস্তকসহ টিনশেড মাদ্রাসাটি পুড়ে যায়। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের রাজারপাড়া সালাম মাঝির বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মুজিবুর রহমান জানায়, মঙ্গলবার রাতে সরেঙ্গায় একটির মাদ্রাসায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। আনোয়ারের থানার ওসি সোহেল আহমদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত মাদ্রাসা কর্তৃপক্ষ কারো বিরুদ্ধে অভিযোগ দেয়নি। অভিযোগ পেলেই পুলিশ তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ৩ হাজার ৯২৪ জন জেলের মাঝে চাল বিতরণ
পরবর্তী নিবন্ধরাসেলস ভাইপার নিয়ে চন্দনাইশে রেড ক্রিসেন্টের সচেতনতা কার্যক্রম