আনোয়ারায় মাটিচাপায় নিহতদের পরিবারের পাশে বিএনপি নেতৃবৃন্দ

| মঙ্গলবার , ৬ মে, ২০২৫ at ৮:১০ পূর্বাহ্ণ

সমপ্রতি আনোয়ারা উপজেলার বৈরাগ গ্রামের ৪ কোমলমতি শিশু মাটি চাপায় এক হৃদয়বিদারক দুর্ঘটনার অবতারণা হয়। তাতে দুই শিশু প্রাণ হারায় অন্য দুজন চরমভাবে আহত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায়। হতদরিদ্র এ সমস্ত পরিবারের মানসিক ও সার্বিক সহায়তা নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদলের দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন চৌধুরী আশফাক তাদের পরিবারের সাথে দেখা করে সমবেদনা ও সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে পাহাড় কাটা বন্ধ করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এলাকাবাসী তথা আনোয়ারাবাসীকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। দলমত নির্বিশেষে আনোয়ারার পরিবেশগত ভারসাম্য রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই আন্দোলনে সকলকে শামিল হওয়ার ও ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ ক্ষতিপূরণের আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরইস হত্যার বিচার দাবিতে বিভিন্ন মহাসড়ক অবরোধ, যানজট
পরবর্তী নিবন্ধহাসনাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে এনসিপির মশাল মিছিল