আনোয়ারার কালা বিবির দিঘির মোড়ে অবস্থিত জেসি ফুড প্রোডাক্টস লিমিটেড নামের এক ময়দার মিলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুমিন এই অভিযান পরিচালনা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন সাংবাদিকদের জানান, ওজন স্কেলের লাইসেন্স ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।