আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নে দুটি মহিষ চুরির ঘটনা ঘটেছে। ৩১ জানুয়ারি (বুধবার) মধ্যরাতে ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হাজী আমির আলীর বাড়ির নুরুল আলমের (৪৫) মালিকানাধীন মহিষ দুইটি চুরির ঘটনা ঘটে।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ক্ষতিগ্রস্ত নুরুল আলম জানান, বুধবার মধ্যরাতে একদল দুস্কৃতকারী আমার ঘরের পাশ থেকে ৩ লাখ টাকা মূল্যের আমার দুইটি মহিষ চুরি করে নিয়ে যায়। তিনি আরও জানান, আমরা খবর পেয়েছি মহিষগুলো রাতের আধাঁরে কুয়াশার মধ্যে টেনে নিয়ে ঝিওরী চেয়ারম্যান ঘাটা নিয়ে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোরে ঘুম থেকে উঠে দেখি আমার মহিষ নাই চুরি হয়ে গেছে। সব জায়গায় খোঁজাখুঁজির পর এ ব্যাপারে আনোয়ারা থানায় একটা অভিযোগ দায়ের করেছি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, দুইটি মহিষ নিখোঁজের একটা অভিযোগ পেয়েছি। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে।