আনোয়ারায় ভ্যান গাড়ি উল্টে মোহাম্মদ একরাম হোসেন (১৫) নামের এক বিক্রয় প্রতিনিধির মৃত্যু হয়েছে । গতকাল রবিবার দুপুর ১২ টায় উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের লামা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ একরাম হোসেন বারখাইন ইউনিয়নের পশ্চিম ঝিওরী এলাকার মোহাম্মদ মুছার পুত্র। মোহাম্মদ মুছা জানান, আমার ছেলে একরাম একটি কোস্পানিতে ভ্যান গাড়ি করে দোকানে দোকানে মালামাল বিক্রি করে। রবিবার জুঁইদন্ডিতে মালামাল নিয়ে যাওয়ার সময় লামার বাজার এলাকায় গাড়ি উল্টে পড়ে গেলে সে মাথায় গুরুতর আঘাত পায়। ঘটনার পর ভ্যান চালক মোহাম্মদ নিশাত তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা.মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, দুপুর ১ টার দিকে একরাম নামের একজনকে হাসপাতালে আনা হয়। তার আগেই আকরামের মৃত্যু হয়।