আনোয়ারায় ঈদ আনন্দে মেতে উঠা গ্রামের শিশুরা বিরল প্রজাতির একটি সাদা পেঁচা উদ্ধার করেছে। গত মঙ্গলবার ঈদের পরদিন সকালে রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া এলাকার বিলে খেলতে গিয়ে পেঁচাটি দেখতে পেয়ে শিশুরা উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। পরে উপজেলা প্রশাসন ও চিড়িয়াখানা কর্তৃপক্ষের পরামর্শে রাতের আধাঁরে পরুয়াপাড়া এলাকার একটি বিলে পেঁচাটিকে অবমুক্ত করা হয়।
চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ড. শুভ সাংবাদিকদের জানান, উদ্ধার হওয়া পেঁচাটি লক্ষ্মী পেঁচা নামে পরিচিত আমাদের দেশে এই ধরনের পেঁচা দিন দিন বিলুপ্তি হয়ে যাচ্ছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মুহাম্মদ জানান, স্থানীয়ভাবে একটি বিরল প্রজাতির পেঁচা উদ্ধার হওয়ার কথা জানানো হলে পরবর্তীতে চিড়িয়াখানা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে রাতের আঁধারে পেঁচাটি অবমুক্ত করা হয়।