আনোয়ারায় বিয়ের গাড়ি থেকে পড়ে কনের ভাইয়ের মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ২৪ মে, ২০২৫ at ৬:৩৯ পূর্বাহ্ণ

আনোয়ারায় চাচাতো বোনের বিয়েতে যাওয়ার পথে জিপ গাড়ি থেকে পড়ে মোহাম্মদ হাবিব (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে আনোয়ারাচন্দনাইশ বরকল সড়কের সৈয়দ কুচাইয়া রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কিশোর উপজেলার হাইলধর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চুন্নাপাড়া গ্রামের মো. মফিজের পুত্র।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল দুপুরে বরযাত্রীবাহী জিপে করে তার চাচাতো বোনের বিয়ে উপলক্ষে ক্লাবে যাওয়ার সময় জিপের ছাদ থেকে পড়ে গেলে অন্য একটি সিএনজি এসে তাকে চাপা দেয়। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল রাত ১০টায় নিজ বাড়িতে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, বিকেলে সড়ক দুর্ঘটনায় আহত ১২বছর বয়সী এক কিশোরকে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতামূলক সমাধানে আসুন : এবি পার্টি
পরবর্তী নিবন্ধরাউজানে ঘরের টিন কেটে ডাকাতি, স্বর্ণালংকার লুট