আনোয়ারায় বিয়ের আসরে বর আসার আগেই পালাল কনে !

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ৩ মে, ২০২৪ at ৯:৪৪ অপরাহ্ণ

সকাল থেকে কমিউনিটি সেন্টারে চলছিল প্রীতিভোজের আয়োজন। দূর-দূরান্ত থেকে দাওয়াত পেয়ে ছুঁটে এসেছেন আত্মীয়-স্বজনরা। বর-কনের দু’পক্ষের মধ্যে বইছে আনন্দঘন মুর্হুত। বর-কনে পক্ষের ৮শত লোকের মধ্যে প্রায় ২৫০ লোক খাবারও শেষ।

মালা বদলের জন্য বর বাড়িতে নিচ্ছিল প্রস্তুতি আর কনে গেল সাজতে পার্লারে। বর আসার আগেই খবর এলো সাজতে গিয়ে পালিয়ে গেছেন কনে।

শুক্রবার (৩ মে) বিকেল আনোয়ারা উপজেলার কালাবিবি দীঘি এলাকার বঙ্গবন্ধু টানেল সড়কের পাশে একটি কমিউনিটি সেন্টারে এমনই ঘটনাটি ঘটে। মুহুর্তের মধ্যে কনে পালানোর ঘটনায় কালো মেঘের ছায়া নেমে আসে পুরো কমিউনিটি সেন্টারে।

উভয়পক্ষের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৮ মাস আগে তাদের কাবিন সম্পন্ন হয়। আনোয়ারা সদর ইউনিয়নের একটি গ্রাম ও বারশত ইউনিয়নেরি একটি গ্রামের বাসিন্দাদের মধ্যে বর-কনের বিয়ের আয়োজন চলছিলো। বিকেল কমিউনিটি সেন্টারে পাঁচটার দিকে বর ও কনে পক্ষের লোকজন সালিশি বৈঠকের মাধ্যমে ঘটনাটি সমাধান করেন স্থানীয় মান্যগণ্য ব্যক্তিরা।

কমিউনিটি সেন্টার কর্তৃপক্ষ জানায়, সাজতে গিয়ে কনে পালানোর খবর শুনে মেয়ের পিতা এবং মা স্ট্রোক হওয়ার খবর শুনেছি। কোনো পরিবারই এমন ঘটনা কখনও কাম্য করে না। সত্যিই দুঃখজনক ঘটনা এটি। আমাদের কমিউনিটি সেন্টারে এটায় প্রথম ঘটনা।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে বইপ্রেমিদের জন্য ব্যতিক্রমী বই বিনিময় উৎসব
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে দুই সিএনজি অটোরিক্সার মুখোমুখি সং’ঘর্ষে নিহত ১