আনোয়ারা উপজেলায় অবস্থিত কাফকো সার কারখানা, সিইউএফএল, ডিএপি, পারকি সৈকত ও টানেলের সার্ভিস এরিয়াসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের ভূমি উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ ও শিল্প মন্ত্রাণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। গতকাল শনিবার সকাল ১০টার পর উপদেষ্টারা আনোয়ারায় এসব শিল্পকারখানা পরিদর্শন করেন। উপদেষ্টারা সকালে কাফকো হাউজিং, কাফকো সার কারখানা, এরপর পারকি সমুদ্র সৈকতের পর্যটন কমপ্লেক্সের উন্নয়ন কাজ, টানেল সার্ভিস এরিয়া ঘুরে সিইউএফএল ও ডিএপি সার কারখানা পরিদর্শন করেন।
এ সময় অন্যান্যদের মাঝে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সচিব মো. হামিদুর রহমান খান, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা, উপদেষ্টার একান্ত সচিব (যুগ্ম সচিব) ড. সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, মোহাম্মদ নাছির উদ্দিন, পর্যটন করপোরেশনের চেয়ারম্যানের একান্ত সচিব মো. মাসদুল হক, আনোয়ারার উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আকতার, সহকারী কমিশনার (ভূমি) হুসাইন মুহাম্মদ, থানার ওসি মো. মনির হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।