আনোয়ারায় বিভিন্ন মামলার চার আসামি গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:০২ পূর্বাহ্ণ

আনোয়ারায় বিভিন্ন মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মামুন চৌধুরী (৫০), আক্তার হোসেন (৫০), মো. কায়সার হামিদ (৪০) ও মো. শহিদুল ইসলাম (৪৪)আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, বিএনপির মিছিলে হামলার মামলায় ৩ জন আর মাদক মামলায় ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।তাদের আদালতে সোপর্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসির ওরিয়েন্টেশন আজ
পরবর্তী নিবন্ধআজ থেকে সেন্টমার্টিনে পর্যটক প্রবেশ বন্ধ