আনোয়ারায় বিনামূল্যে শুদ্ধ কোরআন ও নামাজ শিক্ষার আয়োজন

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ২০ জানুয়ারি, ২০২৫ at ৭:৫০ পূর্বাহ্ণ

আনোয়ারায় বিনামূল্যে শুদ্ধভাবে কোরআন পড়া ও নামাজ শিক্ষার আয়োজন করা হয়েছে। গত শনিবার রাতে উপজেলার কালাবিবি দিঘী মোড়ের দক্ষিণে আল মিজান ইসলামী রিসার্চ সেন্টার এ কার্যক্রম চালু হয়। সামাজিক সংগঠন লাভ দ্য পুওর চিলড্রেনের সার্বিক ব্যবস্থাপনায় এ কর্মসূচির উদ্বোধন করেন সাবেক অতিরিক্ত সচিব নুরুল আলম নিজামী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী।

সাংবাদিক মুনীর চৌধুরীর সভাপতিত্বে ও মাদ্রাসার পরিচালক মাওলানা আবরারুল হক ও মাওলানা শফিউল আলম কুতুবীর যৌথ পরিচালনায় এতে প্রধান আলোচক ছিলেন সাংবাদিক নুরুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবক একিউএম মোসলেহ উদ্দিন। আলোচনা সভা শেষে বিশেষ মুনাজাত পরিচালনা করেন কুমিল্লা জামিয়া ইসলামিয়া হেদায়তুল ইসলাম মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মুফতি ফয়জুল্লাহ হাফিজি (কুমিল্লা বড় হুজুর)। অনুষ্ঠানে মনির আহমদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য একশত কোরআন বিতরণ করা হয়। এতে বক্তারা বলেন, আমাদের মাঝে অনেক মানুষ আছে যারা শুদ্ধভাবে কোরআন ও নামাজ পড়তে পারে না, তাদের জন্য আল মিজান ইসলামী রিসার্চ সেন্টারের উদ্যোগে বিনামূল্যে স্থানীয় মুসল্লিদের জন্য কোরআন ও নামাজ শিক্ষা কার্যক্রম একটি প্রশংসনীয় উদ্যোগ। এ কার্যক্রম প্রতিটি মুসলমানের জন্য পরকালে নেজাতের উসিলা হবে ইনশাআল্লাহ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম লেখিকা সংঘের উদ্যোগে বেগম ফাহমিদা আমিন স্মরণসভা
পরবর্তী নিবন্ধচন্দনাইশে খানকায়ে কাদেরীয়া ছৈয়্যদীয়া ছাবেরীয়া পরিচালনা কমিটির সভা