আনোয়ারায় বিএনপি নেতার ঘরে ডাকাতির ঘটনায় আটক ৩

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:২২ পূর্বাহ্ণ

আনোয়ারায় বিএনপি নেতার বসতঘরে ডাকাতির ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, মো. তাজউদ্দীন (৫০), আসিফ (২৫), জামাল (৩২)। তাদের বাড়ি আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের দক্ষিণ বন্দর কান্তিরহাট এলাকায়। বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মহসিন বিষয়টি নিশ্চিত করে জানায়, বিএনপি নেতার ঘরে ডাকাতির ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে।

উল্লেখ্য যে, গত বুধবার রাত আনুমানিক সাড়ে ৩টায় বৈরাগ ইউনিয়নের দক্ষিণ বন্দর এলাকার বিএনপি নেতা মো. গিয়াস উদ্দিনের ঘরে ডাকাতির এ ঘটনা ঘটে।

পূর্ববর্তী নিবন্ধচবিতে শুরু হচ্ছে ন্যাশনাল বিজনেস কেস কম্পিটিশন
পরবর্তী নিবন্ধআধিপত্য বিস্তারের জের, মহেশখালীতে দুপক্ষের সংঘর্ষে আহত ৮