আনোয়ারায় বিএনপি’র মিছিলে হামলার মামলায় আটক ২

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ২১ মার্চ, ২০২৫ at ১০:০২ পূর্বাহ্ণ

আনোয়ারায় বিএনপির মিছিলে হামলার মামলায় ২জনকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে বৈরাগ ও বারশত ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ভোলা মাঝির বাড়ির আবদূর রহিম (৫৩) ও বৈরাগ ইউনিয়নের আব্দুস সালাম বাড়ীর মো. সোহেল। বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, ‘বিএনপির মিছিলে হামলা ঘটনায় পুলিশী অভিযানে ২আসামিকে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধসেন্ট প্ল্যাসিডস্‌ স্কুলের শিক্ষার্থী শ্রীমন্তের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন
পরবর্তী নিবন্ধবাদল চন্দ্র দাশ