চট্টগ্রাম–১৩ আনোয়ারা–কর্ণফুলী আসনে বিএনপির টিকিটে সর্বশেষ নির্বাচিত এমপি সরওয়ার জামাল নিজাম। সাবেক এমপি ছাড়াও আনোয়ারা বিএনপিতে এখন অনেক মনোনয়ন প্রত্যাশী। বিভিন্ন ধারা–উপ–ধারায় বিভক্ত হয়ে বিগত ফ্যাসিস্ট সরকার পতনের পর বিএনপি নেতারা আলাদা আলাদা ভাবে সাংগঠনিক কার্যক্রমে অংশ নেয়। সাবেক ছাত্রনেতা ও দলের তৃণমূল ত্যাগী প্রবীণ–নবীন নেতাদের উদ্যোগে দীর্ঘ ১৬ বছরের বেশি সময় পর অবশেষে এক হলেন বিএনপি নেতারা। ইফতার আয়োজনে প্রাণ খুলে কথা বলেছেন। রমজান উপলক্ষে ইফতার আয়োজনে এক সাথে বসেন সব নেতারা। আর বিএনপিতে ঐক্যের খবর জানার পর হাজার হাজার নেতাকর্মী ইফতার মাহফিলে উপস্থিত হয়। দলের ত্যাগী ও তৃণমূল নেতাদের এক মঞ্চে দেখে নেতাকর্মীরা উল্লাসে মেতে উঠেন। সবাই ঐক্যবদ্ধ রাজনীতির করার ঘোষণা দেন। গতকাল মঙ্গলবার বটতলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বটতলী হযরত শাহ মোহছেন আউলিয়া মাজার প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়।
বটতলী ইউনিয়ন বিএনপির সভাপতি আহমদ নূরের সভাপতিত্বে, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এসএম ইলিয়াছ করিম মিঠু ও মো. হেফাজের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহজাহান, আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম. মনজুর উদ্দীন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকু, যুগ্ম আহ্বায়ক ফৌজুল আমিন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ভিপি মোজাম্মেল হক, নিজাম পুত্র শাহীন জামাল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবির চৌধুরী আনচার, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আবু, মেজবাহ উদ্দীন জাহেদ, রফিকুল ইসলাম খোকা, ফরিদ উদ্দীন, ইকবাল হোসেন শিপু, মো.নাজিম উদ্দীন, মো.ইউনুচ চৌধুরী, বিএনপি নেতা মো. হোসেন, যুব দলের সদস্য সচিব মো. ফারুক, যুবদল নেতা মো. জয়নাল, মো. অহিদুল ইসলাম, ছাত্র দল নেতা ইকবাল হোসেন জুয়েল।
বিএনপির সিনিয়র নেতাদের মাঝে আরো উপস্থিত ছিলেন বদরুল হক চৌধুরী, নুরুল আবছার চৌধুরী, মাসুদুল আলম, মো. আলমগীর, নজরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুর রহিম, নুর আলী। তাছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও আনোয়ারা কর্ণফুলীর সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, বিগত ওয়ান ইলেভেনের সরকার আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে বিএনপি থেকে দূরে রাখতে চেয়েছিল। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে মনে প্রাণে ভালবাসি, তাই জেল–জুলুম মিথ্যা মামলা দিয়েও আমাকে বিএনপি থেকে দূরে রাখতে পারেনি।