আনোয়ারায় বাড়ির পার্কিং থেকে বাইক চুরি

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:০৮ পূর্বাহ্ণ

আনোয়ারায় মোহাম্মদ দেলোয়ার নামে এক ব্যাংক কর্মকর্তার মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার চাতরি চৌমুহনী বাজারের পাঁচ সিকদার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মোহাম্মদ দেলোয়ার জানান, তিনি এক সপ্তাহ আগে ৩ লাখ টাকা মূল্যের সুজুকি ডিলাঙ এসএফ (ডিফোর) ১২৫ সিসি মডেলের মোটরসাইকেলটি কিনেছিলেন। মঙ্গলবার রাত তিনটার দিকে একদল দুর্বৃত্ত তাদের বাড়ির বাউন্ডারি গেইটের তালা কেটে পার্কিংয়ের ভেতর থেকে মোটরসাইকেলটি নিয়ে যায়। গতকাল বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গাড়িটি পাইনি। এ ব্যাপারে আনোয়ারা থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধড. মইনুল ইসলামের কলাম
পরবর্তী নিবন্ধআনোয়ারায় গাভী বাছুরসহ পিকআপ আটক