আনোয়ারায় এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাধা দিতে গিয়ে ডাকাতের হামলায় ৩ পরিবারের ৮ জন আহত হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিউরি গ্রামের ডা. রঞ্জিত দত্তের বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতের হামলায় আহতরা হলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের জুয়েল দত্ত (৪৫), বিজয় দত্ত (৪০), তমা দত্ত (১৪), শান্তা দত্ত (৩৫) এবং প্রতিবেশী টিটু (৩৮), উত্তম (২৫), শম্বু (৬০) ও নিতাই (৫৫)।
আনোয়ারা থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত আড়াইটার দিকে মই বেয়ে ছাদের ওপর দিয়ে ঘরে ঢুকে একদল দুষ্কৃতকারী ক্ষতিগ্রস্ত জুয়েল দত্তের ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা এলজি, চাপাতিসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত ছিল। প্রায় ১৬ থেকে ২০ জনের ডাকাত সদস্যরা বাড়ির চারপাশে ঘিরে রাখে। ঘরে প্রবেশ করে নারী–পুরুষ সদস্যদের ওপর হামলা করে। এক পর্যায়ে নগদ টাকা আর কিছু স্বর্ণালঙ্কার লুট করে। ঘটনার খবর পেয়ে এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাত দল তাদের উপর হামলা করে। এ ঘটনায় আতঙ্ক ছড়াতে এক রাউন্ড গুলি ছুড়ে ডাকাতেরা।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সোহানুর রহমান সোহাগ ও আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন। ওসি জানায়, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত আছে। দুষ্কৃতকারীদের ধরতে পুলিশের বিশেষ টিম মাঠে কাজ করছে। মামলা প্রক্রিয়াধীন আছে।