আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় নতুন কৌশলে খেলার নামে মাঠে অশ্লীল নাচের আসরের আয়োজনে ক্ষুব্ধ এলাকাবাসী ও অভিভাবকরা। যাত্রাপালার মেয়েদের এনে অশ্লীল নাচে এলাকার পরিবেশ নষ্ট ও যুব সমাজকে ধ্বংস করছে বলে অভিযোগ স্থানীয়দের।
বৈরাগ, চাতরী জুঁইদন্ডীসহ বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারা জানান, গত কয়েক মাস ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ফসলের মাঠে ফুটবল খেলার আসর শুরু হয়েছে। এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তি একত্রিত হয়ে এসব মাঠে বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের অতিথি করে অর্থ হাতিয়ে নিতেই মূলত রাতের বেলায় ফুটবল খেলার আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে প্রতিদিন রাতে আয়োজকরা খেলার মাঠে বিভিন্ন পর্যায়ের যাত্রাপালার মেয়েদের সমাগম ঘটাচ্ছেন। আগে থেকে এলাকায় তাদের উপস্থিতির বিষয়ে মাইকে প্রচারও করা হচ্ছে।
খেলা যাই হোক না কেন, মেয়েদের উপস্থিত হওয়ার প্রচার শুনেই এলাকার যুবকরা হুমড়ি খেয়ে ভিড় জমাচ্ছেন মাঠে। এতে এলাকার পরিবেশ নষ্ট ও যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে বলেও জানান স্থানীয়রা।
স্থানীয়রা আরও জানান, খেলার আলাদা কিছু আয়োজন করতে গিয়ে তারা বিভিন্ন যাত্রাপালার মেয়ে এনে দর্শকদের আকর্ষণে ফন্দি পাতাচ্ছেন। মাঠে খেলোয়াড়দের খেলাই শোভা পায়, সেখানে যাত্রাপালার মেয়ে কেন। অসৎ উদ্দেশ্যে আয়োজকরা তাদের এনে সমাজ ধ্বংস করছে। এলাকার সবাই নিরব, কারণ বাধা দিলেও বিপদ। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি আমরা।
এছাড়াও মাঠে খেলা শেষ হলেও অনেক রাত পর্যন্ত চলে নাচ-গান। এতে করে যুবসমাজ ধ্বংসের পথে যাচ্ছে।
সহকারী পুলিশ সুপার মো. সোহানুর রহমান সোহাগ বলেন, অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জানতে চাইলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, যেসব আয়োজক ফুটবল খেলার অনুমতি নিয়ে পরিবেশ ও সমাজের ক্ষতি হয় এমন কাণ্ড করছে তাদের বিরুদ্ধে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।