আনোয়ারা উপজেলায় ৫০তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল ইভেন্টের ফাইনাল খেলা গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এদিন বিকেলে আনোয়ারা মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনালে মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজ টাইব্রেকারে ৪–২ গোলে সিইউএফএল স্কুল এন্ড কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ক্রীড়া শিক্ষক মো. এনামুল হক, সহকারী ছিলেন শিক্ষক আজমত আলী ও সমীর দাশ। খেলা শেষে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী। এসময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে ফুটবলের বিজয়ী ও গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সব বিভাগে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করা হয়।