আনোয়ারায় প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ৭ নভেম্বর, ২০২৩ at ১১:১২ পূর্বাহ্ণ

আনোয়ারায় অজ্ঞাত প্রতিবন্ধী (১৬) এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে পুলিশ বঙ্গবন্ধু টানেল রোডের মাথা থেকে এ কিশোরের মৃতদেহ উদ্ধার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমেদ জানান,স্থানীয়ভাবে খবর পেয়ে গতকাল সকালে বঙ্গবন্ধুর টানেল সড়কের সংযোগস্থল চাতরি থেকে অজ্ঞাত কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। এখনো পর্যন্ত ঘটনার কারণ এবং কিশোরের পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৪৫ কোটি টাকা ব্যয়ে ১৭টি উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন
পরবর্তী নিবন্ধআজ সাবেক সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদলের ৪র্থ মৃত্যুবার্ষিকী