আনোয়ারায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ৩ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার সময় পিএবি সড়কের ঝিওরী মাজার গেট ও বরকল সড়কের ছৈয়দ কুছাইয়া মোড়ে এ ঘটনা ঘটে। আনোয়ারা থানার ওসি সোহেল আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহতরা হলেন পারভীন আকতার (৩০), ওয়াহিদুল হক (৪০) ও মিনহাজ (২০)। ঘটনার পর আহতদের উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
আনোয়ারা থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ৮টার সময় পিএবি সড়কের ঝিওরী মাজার গেইট এলাকায় একটি দ্রুতগতির মাইক্রোবাস সড়ক পারাপারের সময় পারভীন আকতার ও ওয়াহিদুল হক আহত হয়। আহতদের আনোয়ারা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক পারভীন আকতারকে চমেক হাসপাতালে রেফার করা হয়। অপর ঘটনায় ছৈয়দ কুছাইয়া মোড়ে একটি মোটরসাইকেলের ধাক্কায় সিএনজিচালক মিনহাজ আহত হয়।
আনোয়ারা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার কাজী কিশোয়ারা জানান, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে পারভিন আক্তারের অবস্থা গুরুতর ।