আনোয়ারায় পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ১

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ২৭ এপ্রিল, ২০২৫ at ৫:১৫ পূর্বাহ্ণ

আনোয়ারায় পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় মো. হাসান (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার মধ্যরাতে উপজেলার হাইলধর ইউনিয়নের পীরখাইন গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি উপজেলার হাইলধর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মো. নওশা মিয়ার পুত্র।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, গত রোববার দিবাগত রাতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের সময় পুলিশের ওপর হামলা হয়। এতে ৩ পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি মো. হাসানকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচিকিৎসা সেবার মানোন্নয়নে আর্কের ২ দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পরবর্তী নিবন্ধনোঙরের মাসিক সাহিত্য আড্ডা