আনোয়ারায় পুকুরে ডুবে জান্নাতুল মিফতা নামের ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সৈয়দ নূরের মেয়ে।
আজ রবিবার সকাল ১০টায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের অজান্তে জান্নাতুল মিফতা খেলতে বাইরে চলে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুরে পাওয়া যায়। পরে তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।