আনোয়ারা উপজেলার হাইলধরে পিঁপড়ার ঔষধ খেয়ে মোহাম্মদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত সোমবার রাত সাড়ে ১১টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। মোহাম্মদ হাইলধর ইউনিয়নের সাজ্জাদ হোসেনের ছেলে।
মোহাম্মদের চাচা সাহেদ হোসেন জানায়, গত রোববার সকালে পরিবারের সদস্যদের অজান্তে ঘরে রাখা পিঁপড়ার ঔষধ খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।