আনোয়ারায় বেকারিতে নিম্নমান ও অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি খাদ্য উৎপাদন ও বিক্রির দায়ে এক স্টার ব্রেড নামক একটি বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১২) নভেম্বর বিকালে উপজেলার হাইলধর ইউনিয়নের মালঘর বাজার এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুসাইন মুহম্মদ।
জানা যায়, দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করে বিভিন্ন দোকানে বিক্রি করা হচ্ছে স্টার ব্রেড নামক বেকারির পণ্য। এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেকারির মালিককে জরিমানা করা হয়।
অন্যদিকে একই বাজারে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে হক স্টোর নামের মুদির দোকানে পণ্যের মূল্য তালিকা না টাঙানোর দায়ে ভোক্তা অধিকার আইনে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হুসাইন মুহম্মদ জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারির বিভিন্ন পণ্য তৈরি করে বাজারে বিক্রি করায় একটি বেকারিকে ২০ হাজার টাকা ও মুদির দোকানে পণ্যের মূল্য তালিকা না টাঙানোর দায়ে ৩ হাজার টাকা জরিমানাসহ মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।