আনোয়ারায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ১২ নভেম্বর, ২০২৩ at ১০:২২ পূর্বাহ্ণ

আনোয়ারায় নির্মাণাধীন ভবন থেকে পড়ার দুই দিন পর গতকাল শনিবার ভোরে মোহাম্মদ আব্বাস (৩০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু খবর পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার বিকালে উপজেলার বারশত ইউনিয়নের গুন্ধীপ গ্রামের মান্নান সওদাগরের নির্মাণাধীন ভবনে কাজ করার সময় পড়ে এ দুর্ঘটনা ঘটে। আর ঘটনার দুইদিন পর নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্বাস উপজেলার বটতলী ইউনিয়নের খুইল্যা মিয়ার ছেলে। নিহতের ছোট ভাই পারভেজ জানায়, গত বৃহস্পতিবার বিকালে আমার বড় ভাই গুন্দ্বীপ পাড়ায় কাজ করার সময় ভবন থেকে পড়ে যান। আর শনিরার ভোর ৪ টায় আমার ভাই মারা যায়।

পূর্ববর্তী নিবন্ধঅবৈধ পথে গাড়ির যন্ত্রাংশ এনে বিক্রির জন্য মজুদ
পরবর্তী নিবন্ধডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে