আনোয়ারায় চাতরি চৌমহনী বাজারে গাড়ি পুড়ানোর ঘটনায় আনোয়ারা থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- জাবের আহমদ, মোঃ হাসেম, নুরুল ইসলাম, মোঃ ইসহাক ও মোঃ শওকত।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানায়, গাড়ি পুড়ানোর ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান অব্যাহত আছে।