আনোয়ারায় নবগঠিত গাউছিয়া কমিটির অভিষেক অনুষ্ঠান

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ২৪ জানুয়ারি, ২০২৬ at ৬:২৪ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় গাউছিয়া কমিটি বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলার খানকা-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া তাহেরওয়া হেফজখানা ও এতিমখানায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ আহামদ কবির। সাধারণ সম্পাদক মনির আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের কমিশনার আঞ্জুমান সদস্য ও সাবেক চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গাউছিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ জেলার আহ্বায়ক হাবিবুল্লাহ মাস্টার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ শেখ সালাউদ্দিন, এম এ মান্নান, শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম ও মোহাম্মদ নজরুল ইসলাম।

উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ আশরাফুজ্জামান চৌধুরী, আলহাজ সেলিমুল্লাহ খান, মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, আলহাজ বশর সওদাগর এবং আলহাজ মাওলানা রফিকুল ইসলাম আনোয়ারী।
কোরআন ও হাদিসের আলোকে তাত্ত্বিক বক্তব্য প্রদান করেন মাওলানা রফিকুল ইসলাম। মিলাদ, কিয়াম ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আলহাজ মাওলানা ফজলুল করিম আনোয়ারী।

বক্তারা বলেন, দ্বীন ইসলাম ও আহলে সুন্নাত ওয়াল জামাআতের মাযহাব-মিল্লাতের খেদমতে গাউছিয়া কমিটি বাংলাদেশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। আগামী দিনগুলোতে দাওয়াত, মানবিক সহায়তা ও ধর্মীয় শিক্ষা বিস্তারে কার্যক্রম জোরদার করা হবে বলেও তারা উল্লেখ করেন।

তারা আরও বলেন, সমাজে নৈতিক অবক্ষয়, মাদক, সহিংসতা ও কুসংস্কার দূর করতে ধর্মীয় সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। গাউছিয়া কমিটি এ লক্ষ্যে শিক্ষা, দাওয়াহ ও মানবকল্যাণমূলক কর্মসূচি সম্প্রসারণ করবে।
হাফেজদের পাগড়ি দস্তারবন্দী অনুষ্ঠানে খানকা শরীফ হেফজখানার চারজন শিক্ষার্থী কোরআনে হেফজ সম্পন্ন করায় তাদের পাগড়ি দস্তারবন্দী প্রদান করা হয়। এই উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে গাউছিয়া কমিটি আনোয়ারা উপজেলা শাখার আওতাধীন ১১টি ইউনিয়ন শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ নবগঠিত কমিটির প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় স্বামী হত্যার দায়ে স্ত্রী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধতারেক রহমানের আগমনী বার্তায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল