আনোয়ারায় দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

বিএনপির মিছিলে হামলা

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:১১ পূর্বাহ্ণ

আনোয়ারায় বিএনপির মিছিলে হামলার অভিযোগে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার বারশত ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেনবারশত ইউনিয়নের দুধকুমড়া গ্রামের হারুনুর রশিদের ছেলে মো. আজিজুল হক (৩৫) ও একই ইউনিয়নের গুন্দ্বীপ শাহ আলমের পুত্র মো. মহিউদ্দিন প্রকাশ আলম (৩৫)

আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা যুবলীগের নেতা। তাদের বিরুদ্ধে বিএনপির মিছিলে হামলার মামলা রয়েছে। গতকাল বুধবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমুজিবের ছবি বাদ দিয়ে নতুন নোট আসছে এপ্রিল-মে মাসে
পরবর্তী নিবন্ধচিত্রাঙ্কন শিশু-কিশোরদের প্রতিভা ও মননশীলতা বিকশিত করে : মেয়র