আনোয়ারায় দুই ব্যবসায়ীকে আহত করে মোবাইল ও টাকা ছিনতাই

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:৪৬ পূর্বাহ্ণ

আনোয়ারায় দুই সহোদর ব্যবসায়ী ছিনতাইকারীর হামলায় আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে দশটায় বঙ্গবন্ধু টানেল সংযোগ সড়কের চাতরি চৌমুহনী বাজারের দক্ষিণে টানেল সংযোগ সড়কের মুখে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ব্যবসায়ী মো. ওয়াসিম (৪০) ও আব্দুল মান্নান (৪৫) আহত হয়। আহতদের উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ সময় ছিনতাইকারীরা ৭০হাজার টাকা মূল্যের দুইটি মোবাইল ও ১১ হাজার টাকা ছিনিয়ে নেয়। এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

আহত ব্যবসায়ী মো. ওয়াসিম জানান, রাত সাড়ে ১০টায় প্রতিদিনের ন্যায় চাতরি চৌমহনী বাজারে অবস্থিত আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আর জে ট্রেডিং করপোরেশন বন্ধ করে সিএনজি অটোরিঙাযোগে বাড়ি যাওয়ার সময় টানেলের সংযোগ সড়কের মুখে পৌঁছলে অপরিচিত ৫৬ জন লোক সড়কের মাঝখানে দাঁড়িয়ে গাড়ি অবরোধ করে লাঠি দিয়ে হামলা চালিয়ে আমাকে ও আমার বড় ভাই আব্দুল মান্নানকে (৪৫) গাড়ি থেকে টেনে নামিয়ে মারধর করে আহত করে ৭০ হাজার টাকা মূল্যের ২ টি মোবাইল ও নগদ ১১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। আনোয়ারা থানার কর্তব্যরত কর্মকর্তা আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধটইটং আলহেরা একাডেমিতে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধ১১ মামলার আসামি বিমানবন্দরে গ্রেপ্তার